|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ি সেবক থেকে রংপো পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ চলছে। সিকিমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন ২০২৩ সালের মধ্যে এই রেল পথ নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। ২০২৪ থেকে আশা করা যাচ্ছে এই রেল পথে রেল চলাচল শুরু হবে। প্রথম পর্যায়ের কাজ শেষ হবার পর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে রংপো থেকে গ্যাংটক নাথুলা পর্যন্ত রেলপথ নির্মানের।
বর্ষা শুরুতে সিকিমের রাস্তায় ধ্বস নামার ফলে এই প্রকল্পের কাজের অসুবিধা সৃষ্টি হয়েছিল। তবে সিকিমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন দ্রুত পদ্ধতিতে এই প্রকল্পের কাজ চলছে। গোটা প্রকল্পের কাজ সম্পন্ন হলে শিয়ালদা হাওড়া থেকে গ্যাংটক নাথুলা পর্যন্ত রেলে করে আসতে পারবেন পর্যটকরা। শেয়ালদা হাওড়া থেকে ট্রেনে করে শিলিগুড়ি পর্যন্ত আসার পর ট্রেন পরিবর্তন করে অনায়াসে গ্যাংটক নাথুলা পর্যন্ত চলে যাওয়া যাবে। এখানেই শেষ নয় গ্যাংটক নাথুলা থেকে কলকাতার দিল্লি পর্যন্ত চলবে ট্রেন, যাকে বলে সোনায় সোহাগা।