উত্তরদিনাজপুরে বজ্রাঘাতে প্রাণ হারালেন তিন মহিলা শ্রমিক, আহত এক ডজন

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, রায়গঞ্জ: জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু তিন মহিলার। আহত আরও ১২ জন।আহতদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার কোকরাটুলির নুনিয়া গ্রামের ঘটনা।

    এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের নাম সোভা বর্মন, মান্ডা বর্মন ও চম্পা বর্মন। মৃত সব মহিলাদের বাড়ী নুনিয়া গ্রামে। প্রতক্ষ‍্যদর্শীরা জানান, রায়গঞ্জ থানার কোকরাটুলির নুনিয়া গ্রামে জমিতে ধান রোপন করতে গিয়েছিল প্রায় ৩৫ জন। এদিন বিকেলে রায়গঞ্জে শুরু হয় বজ্রপাত সহ বৃষ্টি। মাঠে কাজ করতে আচমকাই কোকরাটুলির নুনিয়া গ্রামের জমিতে বাজ পরে। ঘটনাস্থলেই প্রান হারান ওই তিন মহিলা।