|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: আজ মালদা ব্যাপী প্রতিটি ব্লকে নেতাজির জন্মদিন পালন করা হয়। নেতাজির জন্মদিন উপলক্ষ্যে নেহেরু যুব কেন্দ্রের সহায়তায় ১৫ টি ব্লকেই বিভিন্ন জনকল্যাণ মূলক কাজের আয়োজন করা হয়েছিল। বয়স্কদের মাস্ক বিতরণ, বাচ্চাদের খাতা পেন্সিল বিতরণ, দুস্থদের কম্বল বিতরণ ছাড়াও স্বচ্ছতা অভিযান, করোনা সংক্রান্ত তথ্যের সম্বন্ধে লোকজনদের জানানো এবং পথ চলার সময় যাবতীয় সুরক্ষার কথা খেয়াল রাখার জন্য বিশেষ জোর দেওয়া হয় আজকের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।
এই আয়োজনে বিভিন্ন ব্লকের যুব সংগঠন,এবং ক্লাবের সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রায় ৮০০০ জন আজকের এই জেলা ব্যাপী আয়োজনে অংশগ্রহণ করেছিলেন। নেহেরু যুব কেন্দ্রের পক্ষ থেকে ৩০ জন সেচ্ছাসেবক নিজেদের ব্লকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে সাহায্য করেছেন। বিভিন্ন ব্লকের পাশাপাশি সারম্বরে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের জি এস ভি স্কুল মাঠে এক স্বেচ্ছাসেবী সংস্হা ‘অলয়েস স্মাইল’ এর সাথে যৌথ ভাবে অনুষ্ঠিত হয়।