|
---|
নিজস্ব সংবাদদাতা : আসানসোল লোকসভা কেন্দ্রের নিমশা খোট্টাডিহি আলিনগর উচ্চ বিদ্যালয়ে দেশের স্বাধীনতা আন্দোলনের বীর নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস পালন করা হয়। এক উৎসব মুখর অনুষ্ঠানে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুল সভাপতি লাল্টু কাজী। মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন সভাপতি লাল্টু কাজী, স্কুলের প্রধান শিক্ষক সুভাষ বল । এবং বাবলু মণ্ডল, মিতালী রায়, রেহানা খাতুন সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। সভাপতি লাল্টু কাজী বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু আমাদের আদর্শ। তাঁর ত্যাগ আমাদের কাছে শিক্ষার। আগামী দিনের নাগরিক ছাত্র ছাত্রী দের নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হতে হবে। নেতাজি শুধুমাত্র একজন স্বাধীনতা সংগ্রামী নন। তিনি একজন পরিপূর্ণ মানুষের উদাহরণ। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাই তিনি আদর্শ স্থানীয়।কোভিড বিধি মেনে শিক্ষার্থীরা স্বাধীনতার বীর সেনানীর প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানায়।