|
---|
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর: বিশ্ব নারী দিবস উপলক্ষে সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে শিরোমনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষড়া গ্রামে শিশু শিক্ষা কেন্দ্র হলে স্বাস্থ্য সচেতনতা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।এদিন শ তিনেক পুরুষ ও মহিলা এবং শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গাছ লাগিয়ে উদ্বোধন করেন সমাজকর্মী ঝর্ণা আচার্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মন্ডল, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শারীরবিদ্যা বিভাগের অধ্যাপিকা চন্দ্রদীপা ঘোষ, ডঃ কাঞ্চন ধাড়া, ডাঃ সন্ধ্যা মন্ডল ধাড়া,ডাঃ জগদীশ মাইতি,ডাঃ সুব্রত রায় প্রমূখ।
অনুষ্ঠানের স্বাগত ভাষন দেন ফাউন্ডেশনের সম্পাদিকা পারমিতা সাউ। অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন সাহিত্যিক সমাজকর্মী রোশেনারা খান, বিশিষ্ট সমাজসেবী রাহুল কোলে। সংকল্প ফাউন্ডেশন এর পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, ডঃ শান্তনু পান্ডা, নরো ত্তম দে, অপর্না দে, পিন্টু সাউ, প্রতিমা রানা, অরিত্র দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডঃ শান্তনু পাণ্ডা ।