|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, ঝাড়গ্রাম: ফেসবুক গ্রুপের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম জেলার কুলটিকরীতে।দেশের ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব” এর উদ্যোগে এবং কুলটিকরি বিবেকানন্দ সোশ্যাল এন্ড রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি হাইস্কুল মাঠে।ব্লক ভিত্তিক এই প্রতিযোগিতায় সুবর্ণরৈখিক অববাহিকায় অবস্থিত চারটি টীম যোগ দেয়। প্রতিযোগিতায় অংশ নেয় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর -১, গোপীবল্লভপুর -২ ও সাঁকরাইল ব্লক। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে যোগ দেয় কেশিয়াড়ী ব্লক। চল্লিশের বেশী বয়েসী ফুটবলাররা এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শুরুর আগে একটি বর্ণাঢ্য প্রভাতফেরী কুলটিকরী বাজার এলাকা পরিক্রমা করে এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মূল সময়ে খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে গোপীবল্লভপুর-১ নং ব্লক ৪-৩ ব্যবধানে কেশিয়াড়ী ব্লককে পরাজিত করে। এদিনের খেলায় খড়্গপুর আই আই টির অধ্যাপক ড.ভানুভূষণ খাটুয়া,কবি উপেন পাত্র, প্রাক্তন বিএলআরও প্রদীপ কুমার মাইতি, প্রাক্তন শিক্ষক সুবীর মন্ডল, কবি খগেন জানা, কবি আশীষ খুঁটিয়া, থানার আধিকারিক সজল সূর, সুবর্ণরেখা কলেজের অধ্যাপক সৌকত আলি সা চিকিৎসক ডাঃ তন্ময় সেন, শিক্ষক মনোজ পাল, শিক্ষক মুরারী মোহন নায়েক প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ পাল, সুদীপ কুমার খাঁড়া,সুমন মন্ডল,আনন্দ বিশুই,মুরলীধর বাগ,তপন দে,সত্যব্রত রাউৎ,ভরত হেমরম,কিশোর রক্ষিত শিব পাণিগ্রাহী,অনিমেষ সিংহ,স্বর্ণ শতপথী, অশোক কুমার দে, সোমনাথ ঘোষ, মানস বেরা,মনিময় সাউ, নরসিংহ পৈড়া,মানস দাস,শ্রীধর পাল, কৌশিক রক্ষিত, পার্থ পাল, রতিকান্ত মাইতি, কৌশিক রক্ষিত, সমীর মন্ডল, মনোরঞ্জন বাড়ি, সমীর রাউত,মণিকাঞ্চন রায়,দিব্যেন্দু সাহা,মুকুলেশ মহাপাত্র সহ অন্যান্যরা। বিজয়ী ও বিজিত দলকে সুদৃশ্য ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ম্যান অব দ্য টুর্নামেন্ট,ম্যান অব দ্য ম্যাচ, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষককে পুরস্কৃত করা হয়।