দীঘায় হবে সিঙ্গাপুরের আদলে ওয়াটার আন্ডার পার্ক

নিজস্ব সংবাদদাতা : এবার দীঘায় শুরু হতে চলেছে ওয়াটার আন্ডার পার্ক। পর্যটকদের জন্য বিশেষ সুখবর, খুব দ্রুত দীঘায় সমুদ্রের নিচে তৈরি হতে চলেছে ওয়াটার আন্ডার পার্ক। এরকম পার্ক ভারতবর্ষে আর কোথাও নেই। পর্যটকরা সমুদ্রের নিচে প্রাণী জগতের দর্শন করতে পারবেন। সূত্রের খবর সিঙ্গাপুরের ওয়াটার আন্ডার পার্ক এর আদলে দীঘায় সমুদ্রের নিচে তৈরি করা হবে পার্ক। টানেল বেল্টের মাধ্যমে পর্যটকরা সমুদ্রের প্রাণী জগতের দর্শন করতে পারবেন।