|
---|
লকডাউনে দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণে মুকতারুল
নতুন গতি, মালদা:দাা লকডাউনে মানুষ কার্যত গৃহবন্দি। গরীব ও দুঃস্থ মানুষরা চরম কষ্টে পড়ছেন । করোনা রুখতে লকডাউনের ফলে সাধারণ বহু মানুষের আর্থিক উপার্জন নেই বললে চলে । করোনা প্রতিরোধে লকডাউন সফল করতে গ্রামবাসীরা এগিয়ে এসেছেন গ্রামবাসীরা এবং স্বাভাবিকভাবে মানুষ গৃহবন্দি রয়েছেন। গ্রামে গঞ্জের রাস্তাঘাট ফাঁকা । লকডাউনে গরিব ও দুস্থ মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে কালিয়াচক-২ ব্লকের এলাকায়। পঞ্চায়েত থেকে বিভিন্ন ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি পাশাপাশি সরকারী ও বেসরকারি উদ্যোগ ও লক্ষনীয় । রবিবার দুপুরে নিজ এলাকার প্রায় 400 গ্রামবাসীকে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কালিয়াচক-২ ব্লকের চকপ্রতাপপুর টিটিহিপাড়ার বাসিন্দা মোহা মুকতারুল। তিনি এদিন দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ করেন । চকপ্রতাপপুর, কেশরপুর, বাল্লিটোলা পটলডাঙা, বাল্লিটোলা, মুন্সি টোলা প্রভৃতি গ্রামে দুঃস্থ মানুষকে চাল, আলু, ডাল, চিনি প্রভৃতি খাদ্য সামগ্রী তুলে দেন। লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। মোহা মুকতারুল বলেন,” করোনা প্রতিরোধে লক ডাউনই একমাত্র উপায় । অনেক দুঃস্থ মানুষ রয়েছেন যারা এই সময় খুব অসুবিধায় পড়তে পারেন। তাই এলাকার দুস্থ গরিব অসহায় পরিবারকে চাল আলু বিভিন্ন সামগ্রী বিতরণ করলাম। অনেকেই খাদ্য সামগ্রী বিতরণ করছেন এখন মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে আমি ও খাদ্য সামগ্রী বিতরণ করলাম।