১৫ টি গ্রাম পঞ্চায়েত এলাকার দুস্থদের মাঝে ত্রান বিলির উদ‍্যোগ নিল চাঁচল পুলিশ

উজির আলী,নতূনগতি,চাঁচল:০৭ এপ্রিল
মালদহের চাঁচল থানার উদ‍্যোগে খাদ‍্য সামগ্রী বিতরণ হলো মঙ্গলবার। লকডাউনে কর্মহীন দুস্থদের খাদ‍্য সামগ্রী বিরতণের মাধ‍্যমে পুলিশের এক মানবিক চিত্র ফুটে উঠেছে চাঁচলে। সামাজিক দুরত্বকে বজায় রেখে থানা চত্বরের এক প্রান্তে খাদ‍্য সামগ্রী বিতরণ শুরু করেন মালদা জেলা অতিরিক্ত পুলিশ সুপার হাসান মেহেদি রহমান। এছাড়াও সামিল হয়েছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সজল কান্তি বিশ্বাস।

    পুলিশ সূত্রে জানা যায়, চাঁচল থানার ১৫ পঞ্চায়েত এলাকার দুস্থদের চিহ্নিত করে বিলি চলছে। এদিন ৫০০ জন দুস্থকে চাল,আলু,ডাল সহ সফেদ সার্ফ দেওয়া হয়েছে পুলিশের তরফে।
    আই.সি সুকুমার ঘোষ জানান, তিনদিন ধরে চলবে খাদ‍্য সামগ্রী প্রদান, এছাড়াও থানা থেকে দুরত্ব পঞ্চায়েত এলাকার দুস্থরা ত্রান শিবিরে না পৌঁছালে বাড়িতে দিয়ে আসা হবে বলে জানিয়েছে পুলিশ