আসামের বাঙালি হত্যা প্রতিবাদে কলকাতার রাজা পথে মিছিল বাংলা সংস্কৃতি মঞ্চের।

 

    শান্তনু হক, নতুন গতি : সম্প্রতি অসমে এনআরসি অর্থাৎ জাতীয় নাগরিকপঞ্জির নামে জাতিগত বিভাজন চরমে। নাগরিকপঞ্জিতে নাম না থাকায় ইতিমধ্যেই কয়েকজন আত্ম হত্যা করেছে। এর মাঝেই গত বৃহস্পতিবার রাত্রে পাঁচ জন বাঙালিকে সারিবদ্ধ ভাবে করে গুলি করে হত্যা করা হয়েছে। উক্ত বাঙালি নিধন ঘটনার প্রেক্ষিতে আজ শহরে মিছিল করল বাংলা সংস্কৃতি মঞ্চ। প্রতীকি ওই মিছিল পার্ক সার্কাসের হজ্জ হাউস থেকে সেভেন পয়েন্ট জয় প্রকাশ নারায়ণের মূর্তি পাদদেশে শেষ হয়।

     

    ‘ দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষিত’ শীর্ষক একটি আলোচনা সভাও হয় পার্ক সার্কাসের শরৎ মেমোরিয়াল স্কুলে। আলোচনায় অংশ নেন সংগঠনের রাজ্য সভাপতি অধ্যাপক সমিরুল ইসলাম, সম্পাদক তন্ময় ঘোষ, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মুজিবর রহমান সহ বিশিষ্টজনেরা, প্রান্তিক । দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি ও বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর যে আক্রমন তার হালহকিকত এবং বাংলা সংস্কৃতি মঞ্চের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সমিরুল ইসলাম। অন্যদিকে তন্ময় ঘোষ বর্তমান পরিস্থিতিতে নাগরিক সমাজের করণীয় সম্পর্কে আলোকপাত করেন। আলোচনাতে বিভন্ন বক্তারা বলেন,  ধর্ম ও জাতিগত পরিচয় ভুলে মানুষ পরিচয়ে পরিচিত হওয়ার কথা, জাতিগত বিভাজন ও প্রতিহিংসামূলক আচরণ দেশের চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির পরিপন্থী।