বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন বর্ধমানে

আলিফ ইসলাম : ২১ডিসেম্বর,বর্ধমানের উদয়চাঁদ জেলা গ্ৰন্থাগারে ২১ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে কাজী নজরুল ইসলাম সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক তথা পু‍থি গবেষণার পুরোধা ব‍্যাক্তিত্ব মহম্মদ আয়ুব হোসেন, ড:সুভাষ চন্দ্র নন্দী, ড:রমজান আলি, সৈয়দ মোশাররফ আজম, ড:কমল চন্দ্র মন্ডল, মহম্মদ আব্দুল মজিদ প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিগণের উপস্থিতিতে বক্তব্য, আলোচনা, কবিতা পাঠ ও সঙ্গীতের মধ্য দিয়ে কালজয়ী বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন করা হয়। প্রায় অর্ধ শতাধিক কবি স্বরচিত নজরুল বিষয়ক কবিতা পাঠ করেন। মুন্সী রফিকুল ইসলাম, জাকিরুল ইসলাম, মহম্মদ বদরুল আলম, নিয়াজুল হক, শ্যামাপ্রসাদ চৌধুরী, সুফি রফিক উল ইসলাম, সেখ হাসানুজ্জামান, কল্পনা রায়, সেখ জাহাঙ্গীর, সেখ সদরুল আলম, ডলি হোসেন, রুণা হোসেন, রুবি আজিম, শিখা সরকার, চন্দন দে, হাফিজুল ইসলাম, ফজলুল হক, এহসান সনম, আফজাল হোসেন, গোপা সরকার, অশোক বর্মণ প্রমুখ আরো অনেকে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে দশ দফা দাবী পেশ করা হয়। এগুলি হল ১)কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা প্রদান করা। ২)বর্ধমান শহরে কাজী নজরুল ইসলামের নামে একটি ভবন নির্মাণ করা। ৩)বর্ধমান শহরে নজরুল সরণী নামে একটি রাস্তার নামকরণ করা। ৪)নজরুল সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলা। ৫)বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নজরুল চেয়ার স্থাপন করা। ৬)নজরুল একাডেমি গঠন করে নজরুল গবেষণার সুযোগ তৈরি করা। ৭)নজরুল গবেষকদের পুরস্কার ঘোষণা করা। ৮) পাঠক্রম থেকে নজরুল ধীরে ধীরে বাদ পড়ছে তা রক্ষা করা। ৯)নজরুলের বিলুপ্ত,অবিকৃত গান, কাব্য ও সাহিত্য প্রচার করা। ১০)প্রতি বছর সরকারী উদ্যোগে নজরুল জন্ম দিবস উদযাপন করা, ইত্যাদি।