শক্তিগড় উৎসবে মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি, অসিতকুমার চ্যাটার্জী।

লুতুব আলি, শক্তিগড়, নতুন গতি : শক্তিগড় উৎসবে মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি, অসিতকুমার চ্যাটার্জী ১৬ তম শক্তিগড় উৎসব জমে উঠেছে। এই উৎসব শুরু হয়েছে গত ২১ জানুয়ারি চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। ২৩ জানুয়ারি শক্তিগড় উৎসবের তৃতীয় দিনে হাজির হয়েছিলেন মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি অসিতকুমার চ্যাটার্জী। যুদ্ধ দিয়ে ধ্বংস নয়, প্রেম দিয়ে হোক জয় এই বার্তা দিয়ে উৎসবের সূচনা হয়েছে। ২৩ জানুয়ারি ছিল শক্তিগড় উৎসবের তৃতীয় দিন। মানব রত্নপ্রাপক বিশিষ্ট সমাজসেবী অসিত কুমার চ্যাটার্জি শক্তিগড় উৎসব মঞ্চে এসে সন্তোষ প্রকাশ করেন। শক্তিগড় যুব গোষ্ঠীর পরিচালনায় এই উৎসব এলাকায় সুস্থ সংস্কৃতি চর্চার প্রসার ঘটানোয় অসিত বাবু এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান। মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি আসিতকুমার চ্যাটার্জি এই উৎসবকে এগিয়ে নিয়ে যেতে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। এ দিনের অনুষ্ঠানে অসিত বাবুকে স্বাগত জানান শক্তিগড় যুবগোষ্ঠীর সম্পাদক শেখ কামরুল হাসান, সভাপতি শেখ রতন, গেমস সেক্রেটারি সেখ শমসের আলম, শেখ বাপ্পা সহ আরো অন্যান্য সদস্যবৃন্দরা। সেখ কামরুল হাসান জানান, আনন্দ অনুষ্ঠানের পাশাপাশি উৎসবে অনেক সামাজিক কাজও হয়ে থাকে। ২৪ জানুয়ারি থাকছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এছাড় ও দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ, এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা। এছাড়াও বিভিন্ন দিনের থাকছে বসে আঁকা প্রতিযোগিতা, সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। স্থানীয় এলাকার শিল্পীদের পাশাপাশি বহিরাগত শিল্পীদেরও অনুষ্ঠান থাকছে। জনসচেতনতা বার্তা দিতে বিভিন্ন ধরনের ট্যাবলো ও প্লাকার্ড লাগানো হয়েছে। এই মেলা এলাকার মানুষের কাছে প্রাণের উৎসব হিসেবে স্বীকৃতি লাভ করেছে।