|
---|
আজিজুর রহমান, গলসি : গলসির পুরসায় ফুটবল খেলার সেমিফাইনালে জয়ী হল জোগ্রাম কোচিং সেন্টার। এদিন তারা গলিগ্রাম প্রগতি সংঘকে ৫-২ গোলে পরাজিত করে ফাইনালে উঠে। খেলার প্রথম অর্ধের ১৬ মিনিটে জোগ্রাম এর খেলোয়াড় দীপঙ্কর হাসদা ম্যাচের প্রথম গোল করেন। ২৪ মিনিটে জোগ্রাম কোচিং এর উজ্জ্বল হাওলাদার দুর্দান্ত একটি গোল করে ব্যবধান বাড়ান। প্রথম অর্ধে জোগ্রাম ২-০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয় অর্ধে দুটি গোল পরিশোধ করে গলিগ্রাম। তাদের হয়ে ৩ মিনিটে বৈদ্যনাথ মুর্মু ও ২১ মিনিটে চিকু মিশ্র দুটি গোল পরিশোধ করেন। তবে ১৩ মিনিটে জোগ্রামের খেলোয়াড় দীপঙ্কর হাসদা ম্যাচের তৃতীয় গোলটি করেন। এরপর ১৬ মিনিটে ও ২০ জোগ্রামের সমীর মান্ডি পরপর দুটি গোল করে দলের জয় এনে দেন। খেলায় জোগ্রাম ৫-২ গোলে জয়লাভ করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জোগ্রাম কোচিং সেন্টারের খেলোয়াড় উজ্জ্বল হাওলাদার। জানা গেছে, পুুরসা অগ্রগামী যুব সংঘের পরিচালনায় ওই খেলায় এদিন মাঠে উপস্থিতি ছিলেন, বিশিষ্ট সমাজসেবী সেখ লাল্টু, তেঁতুলমুড়ি তরুন সংঘের সম্পাদক সেখ সাইফুল হক, দরবারপুর তরুন ক্লাবের প্রতিনিধি লতিকুল ইসলাম, উচ্চগ্রাম পঞ্চায়েত প্রধান মনসা বাউরী, পুরসা অগ্রগামী যুব সংঘের সম্পাদক সেখ ফিরোজ আহম্মদ সহ ক্লাবের সকল সদস্যরা।