হলদিয়ায় Art of Living এর ব্যবস্থাপনাই রক্তদান শিবির

হলদিয়ায় Art of Living এর ব্যবস্থাপনাই রক্তদান শিবির

    শেখ আরেফুল , পূর্ব মেদিনীপুর :

    করোনা ভাইরাসের জেরে দীর্ঘদিন লকডাউনের গেরো কাটিয়ে আনলক চতুর্থ পর্বের শুরুতে হলদিয়া ব্লকের কুমারপুর গ্ৰামে “আর্ট অফ লিভিং এর প্রোজেক্ট ভারতের” উদ‍্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।সকাল থেকে প্রায় ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে।সকল রক্তদাতাদের হাতে ওই সংস্থার পক্ষ থেকে উপহার সরূপ ছাতা ও ফলের চারাগাছ তুলে দেন (সুতাহাটা ব্লকের Art of Living এর সম্পাদক )শিক্ষক বিশিষ্ট সমাজ সেবী দিয়ানত আলি মল্লা, বর্তমানে জেলা জুড়ে থ্যালাসেমিয়া রোগীদের ও এই লকডাউনে মুমূর্ষু রোগীদের রক্তের জোগান দিতে এই শিবিরের আয়োজন বলে জানায় ওই সংস্থার এরিয়া সভাপতি মহেন্দ্র প্রধান তিনি আরো বলেন এই সংস্থাটি দীর্ঘ সময় ধরে বিভিন্ন সামাজিক কাজ কর্ম করে চলছে বিক্ষোরোপন দাতব্য স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, সচেতনতা শিবির ও কূসংকার মুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন, এই সভায় উপস্থিত ছিলেন
    পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা সাকিনা বিবি ,সমাজ সেবী প্রাক্তন শিক্ষক মোসলেম খান, সমাজ সেবী অর্নব দেবনাথ ,বিশিষ্ট সমাজ সেবী তথা কুইজ মাস্টার রেজাউল খান আরো অনেকে ৷