|
---|
নিজস্ব সংবাদদাতা: কাতার বিশ্বকাপে শিলিগুড়ি।এবারে কাতার বিশ্বকাপে শিলিগুড়ি থেকে উপস্থিত অনেকেই।এবারে কাতার বিশ্বকাপ ভারত থেকে সামান্য কিছু দুরে।তাই এই সূযোগ হাতছাড়া করতে চান নি অনেকেই। ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার,শিক্ষক থেকে অভিনেতা এমনকি খেলোয়ারেরা তো আছেন ই।শিলিগুড়ি থেকে কাতার যাবার সংখ্যা খুব একটা কম নয়। প্রচুর মানুষ গেছেন কাতারে। তাদের আনন্দ উপভোগ করতে।যারা ফুটবলকে ভালোবাসেন তারা ছুটে চলে গেছেন কাতারে। ভারত থেকে সামান্য দুরে হওয়াকে কাজে লাগিয়ে ফুটবল দর্শনে বেরিয়ে গেছেন শিলিগুড়ি থেকে প্রচুর ফুটবল প্রেমী মানুষ।এর থেকেই বুঝতে পারা যায় ফুটবল এবং বাঙালির মধ্যে মিল ঠিক কতটা।