|
---|
নিজস্ব সংবাদদাতা : দুর্দান্ত ফর্মে মোহামেডান, কলকাতা লীগ জয় নিশ্চিত করল তারা , এদিন দুর্দান্ত খেলে খিদিরপুর কে হারায় ৩-০ গোলে। কলকাতার লীগের প্রথম থেকে দুর্দান্ত ফর্মে রয়েছে মোহামেডন। এদিন খেলার প্রথম থেকেই খিদিরপুরের বিরুদ্ধে আক্রমণ করতে থাকে মোহামেডানের ফরওয়ার্ড লাইন। প্রথম গোলটি করেন মার্ক জোসেফ। মার্ক জোসেফ এখন মোহামেডানের প্রাণ ভোমরা। একের পর এক মোহামেডানের আক্রমনে দিশাহারা দেখাতে থাকে খিদিরপুরের ডিফেন্স। পরে আরো দুটি গোল করে জয় সুনিশ্চিত করে মোহামেডন। শেষ দুটি গোল করেন প্রীতম সিং।