আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ছট পুজোর দিন মহানগরীতে থাকবে মেঘলা আকাশ

নিজস্ব সংবাদদাতা : আগামী রবিবার ছট পুজো, প্রস্তুতির জোর কদমে চলছে । আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ছট পুজোর দিন মহানগরীর আকাশ থাকবে মেঘলা, কোথাও কোথাও থাকতে পারে কুয়াশা। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা খুব একটা হেরফের হবেনা আগামী কয়েক দিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মহানগরীর দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ওই দিন ৩১ ডিগ্রি, রাতের তাপমাত্রা থাকবে ২২ থেকে ২৩ ডিগ্রি। কলকাতার তুলনায় পশ্চিমের জেলাতে কিছুটা হলেও নিম্নমুখ ী হবে, যার কারনে শীতের আমেজ অনুভূত হবে।