ধারাভাষ্য দিতে দিতে অসুস্থ রিকি পন্টিং, ভর্তি হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা:  অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পার্থ স্টেডিয়ামে চলছে টেস্ট ম্যাচ, শুক্রবার ছিল ম্যাচের তৃতীয় দিন। কমেন্ট্রি বক্সে কমেন্ট্রি দিচ্ছিলেন প্রাক্তন আজি অধিনায়ক রিকি পন্টিং। আচমকা তিনি অসুস্থ বোধ করেন, এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। শনিবার দিন তিনি কি আবার কমেনট্রি দিতে আসবেন এই ব্যাপারে এখনো স্পষ্ট কিছু জানানো সম্ভব হয়নি।

     

     

    তার এক সহকর্মী জানিয়েছেন আপাতত শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে রিকি পন্টিং এর। চিকিৎসকরা তাকে বিশ্রাম নিতে বলেছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন রিকি পন্টিং।