এল ক্লাসিকোর থেকে কোন অংশে কম নয় কলকাতা ডার্বি, জেনে নেওয়া যাক কবে!

নিজস্ব সংবাদদাতা : আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ, আগামী ৩ রা আগস্ট থেকে শুরু হবে ডুরান্ড কাপ। সুচি এখনো প্রকাশিত না হলেও, ফুটবলের মক্কাতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে মোহন ইস্ট এর দ্বৈরথ দেখতে পাওয়া যাবে। এবার ডুরান্ড কাপের ১৩২ তম আসর। মোট চব্বিশটি দল অংশগ্রহণ করতে চলেছে যার মধ্যে বাংলাদেশ নেপাল ভুটানের দল রয়েছে। এবারে ডুরান্ড কাপ একমাস ব্যাপি হবে। জাঁকজমক ডুরান্ড কাপের আসর ফুটবল অনুরাগীদের মন কেড়ে নেবে অনুমান করা হচ্ছে।

     

     

    এখনো সূচি প্রকাশ না হলেও অনুমান করা হচ্ছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে চলতি বছরের প্রথম ডার্বি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। ২৭ বছর পর ডুরান্ড কাপে বিদেশি দল অংশগ্রহণ করবে। ডুরান্ডে ইস্টবেঙ্গল মোহনবাগান ও মোহামেডান কলকাতার তিন প্রধান অংশগ্রহণ করবে। এল ক্লাসিকোর থেকে কোন অংশে কম নয় মোহন ইস্টের ডার্বি। কলকাতার ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন চলতি বছরের প্রথম ডার্বি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবার জন্য।