লর্ডস টেস্টে অবিশ্বাস্য বেন স্ট্রোকস, ক্যাঙ্গারুদের বাজবলের কাছে নতি স্বীকার ইংরেজদের

নিজস্ব সংবাদদাতা :লর্ডস টেস্টে দুর্দান্ত প্রচেষ্টা বেন স্টোকস এর তারপরও ইংল্যান্ড লর্ডসের মাটিতে জিততে পারল না। জয়ের জন্য করতে হবে ৩৭১ রান, এই অবস্থায় খেলতে নেমে ইংল্যান্ডের ইনিংস থমকে গেল ৩২৭ রানে। দ্বিতীয় টেস্ট ৪৩ রানে জিতে নিল অস্ট্রেলিয়া। ২-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। হারা ম্যাচ কে প্রায় একার হাতেই জেতানোর চেষ্টা করেছিলেন বেন স্টোকস। অস্ট্রেলিয়ান বোলারদের চোখে চোখ রেখে লড়াই চালালেন শেষ মুহূর্ত পর্যন্ত। ক্যাঙ্গারুদের বড় অসহায় দেখাচ্ছিলো বেন স্টোকসের সামনে। পরপর তিনটি ছয় মেরে নিজের শতরানে পৌঁছান স্টকস। তিনি যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তখন ইংল্যান্ডের স্কোর বোর্ডের রান ৩০১। জিততে হলে করতে হবে আরো ৭০ রান। তবে ইংল্যান্ডের শেষের দিকের ব্যাটসম্যানরা এই অসম্ভবকে আর সম্ভব করতে পারলেন না। ৩২৭ রানে থমকে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

     

     

    তবে লর্ডস বেন স্টোকসের এই দুর্দান্ত লড়াই মনে রাখবে। কঠিন পরিস্থিতিতে ও মাথা ঠান্ডা রেখে কিভাবে লড়াই করতে হয় তিনি আবারও দেখিয়ে দিলেন। অস্ট্রেলিয়ার বিশ্বমানের বোলিংয়ের সামনে একা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। মিচেল স্টার্ক , কামিংস হেজেল হুড যখন আগুন ঝরাচ্ছিলেন। সেই সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ বেন স্টোকস। অবলীলা ক্রমে অস্ট্রেলিয়ান প্রেসার দের একার হাতেই নাস্তানোবুদ করে দিচ্ছিলেন। পরপর তিনটি ছয় মেরে নিজের শতরান পূর্ণ করেন তিনি।