কাঁঠাল মাথায় নিয়ে ভোট প্রচারে নামলেন নির্দল সমর্থকরা

মথুরাপুর ১;নুরউদ্দিন:আর মাত্র কয়েকদিন পরে তিস্তর পঞ্চায়েত নির্বাচন, তার আগে মথুরাপুর ১ নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের তেতুলবেড়িয়া ১০ নম্বর বুথের নির্দল সমর্থকরা কাঁঠাল মাথায় নিয়ে পায়ে হেঁটে রেলি করলেন তেঁতুল বেড়িয়া এলাকায়

    রাজ্যে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে মনোনয়ন পর্ব শেষ, শেষ হয়ে গিয়েছে মনোনয়ন প্রত্যাহারের পর্ব ও, এবার তেঁতুলবেড়িয়া ১০ নম্বর বুথের নির্দলের প্রার্থী জামাল হোসেন জামাদার জোর কদমে নেমে পড়েছে প্রচারে, সোমবার দিন বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পায়ে হেঁটে রেলি করলেন নির্দল সমর্থকরা, প্রার্থীর সাথে নির্দল সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত,

     দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি বিধানসভার মথুরাপুর ১ নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের তেতুলবেড়িয়া ১০ নম্বর বুথের প্রার্থী জামাল হোসেন জামাদার, তেতুলবেড়িয়া ১০ নম্বর বুথের নির্দল প্রার্থী, স্থানীয় ব্যবসায়ীও তেঁতুলবেড়িয়া এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের সমস্যার কথা শুনেন নির্দল প্রার্থী জামাল হোসেন জামাদার, তাছারা পায়ে হেঁটে রেলি করলেন, এবং ভোটারদের দরজায় দরজায় গিয়ে ভোট প্রার্থনা করেন।

    তেঁতুলবেড়িয়া 10 নম্বর বুথের নির্দল প্রার্থী জামাল হোসেন জামাদার। জানা যায় এলাকার মানুষজন নির্দল পার্টি কাঁঠাল চিহ্নে ভোট দিয়ে জামাল হোসেন জামাদার কে জেতার আশ্বাস দেন।

     

    মথুরাপুর থেকে নুরুদ্দিনের রিপোর্ট নতুন  গতি।