|
---|
নিজস্ব সংবাদদাতা : সামনে পঞ্চায়েত ভোট। আর পঞ্চায়েত ভোটের আগে “মমতা দিদি” কে নিয়ে নতুন গান করে ভাইরাল কেশপুরের যুবক। সোশ্যাল মিডিয়ায় “যতই চালাও অপপ্রচার, জেনে গেছে মানুষ, বাংলার সততার আর এক নাম মমতা” গান করে ভাইরাল হয় যুবকটি।
জানা গেছে, যুবকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার উচাহার গ্রামে। মমতা ব্যানার্জির ভক্ত দীর্ঘদিন ধরেই। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা লগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করেন এবং এই দলের একনিষ্ঠ সমর্থক। ভোট প্রচার থেকে শুরু করে বিভিন্ন ভাবে দলের প্রচার করে। তবে এবারে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে গান করে। সেখ জিয়াবুল হক বলেন, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সমর্থক। এই ভোটের বাজারে বিভিন্ন রাজনৈতিক দল অপপ্রচার চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর আমি গান করতে ভালোবাসি। তাই গান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
সেখ জিয়াবুল হক আগেও অনেক গান করেছে। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে গান করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। জিয়াবুলের সবাই অভাবের সংসার। দুই মেয়ে, স্ত্রী ও বাবা মা কে নিয়ে পরিবার। একমাত্র উপার্জনকারী ব্যাক্তি তিনি নিজেই। পেশায় ছোটো গাড়ির ড্রাইভার।জিয়াবুল বলেন,গান গেয়ে ভাইরাল হব বলে জীবনে ভাবিনি।