|
---|
নিজস্ব সংবাদদাতা :রাজ্য জুড়ে শুরু হলো দুয়ারে সরকার শিবির। ষষ্ঠ দফার এই কর্মসূচিতে বড় আকর্ষণ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি। রাজ্যের বিভিন্ন প্রান্তের দুয়ারে সরকার শিবিরগুলি থেকে যে সমস্ত উপভোক্তারা পরিষেবা পাবেন, তাঁদের কাছে পৌঁছে গেলো মুখ্যমন্ত্রীর এই লিখিত বার্তা।
দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের কাছে মোবাইলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কণ্ঠে বার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আগেই করা হয়েছে। এ বার সেই তালিকায় সংযোজিত হয়েছে মুখ্যমন্ত্রীর লিখিত বার্তা। মুখ্যমন্ত্রীর ওই লিখিত বার্তায় থাকছে দুয়ারে সরকার শিবির নিয়ে বিস্তারিত তথ্য।
গোটা রাজ্যের সঙ্গে কেশপুর ব্লকেও হল দুয়ারে সরকার ক্যাম্প। কেশপুর মুগবসান হক্কানিয়া উচ্চ বিদ্যালয় ও কুয়াই বালিকা বিদ্যালয়ে মডেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন মডেল ক্যাম্পে বিশেষ আকর্ষণ ছিল স্ব সহায়ক দলের মহিলাদের হস্তশিল্পের প্রদর্শনী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রদর্শনী। ভিড় ছিল চোখে পড়ার মত।
আই লাভ দুয়ারে সরকার সেলফি জনে উপভোক্তাদের ছবি তোলার হিড়িক ছিল ভালোই। এই মডেল ক্যাম্প দুটো পরিদর্শন করলেন পরিবহন দপ্তরের সচিব ডঃ সুমিত্রা মোহন(আই এ এস)। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশেদ আলী কাদরী,মহকুমা শাসক, কেশপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপক কুমার ঘোষ, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সিংহ ও প্রসেনজিৎ নন্দী , গোলাড় গ্রাম পঞ্চায়েত প্রধান হাবিবা বেগম ও মুগবসান গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ সাজেন আলী প্রমুখ।