দলীয় প্রার্থীদের প্রচারে সুকান্ত মজুমদার

নিজস্ব সংবাদদাতা : সামনেই পঞ্চায়েত নির্বাচন, বিজেপীর প্রার্থীদের সমর্থনে বিজেপীর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সকালে তিনি শিলিগুড়ির অন্তর্গত এনজেপী ষ্টেশনে এসে পৌঁছান। তাকে অর্ভ্যর্থনা জানান বিজেপীর সদস্য এবং সমর্থকেরা।

    কলকাতা থেকে এনজেপি স্টেশনে নামার পর,কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন সুকান্ত মজুমদার। প্রসঙ্গত তিনি কোচবিহারে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করবেন। দলীয় প্রার্থীদের প্রচার করবার পর, নিউ কোচবিহার থেকে মালদায় নির্বাচনী প্রচারে যাওয়ার কথা রয়েছে ।

     

    এদিন এনজেপি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার তিনি জানান যদি রাজ্যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয় তাহলে তৃণমূলের ফল খারাপ হবে। উল্লেখ্য তিনি আরো জানান এরপর আস্তে আস্তে সারা রাজ্যে তৃণমূল দলটির অস্তিত্ব মুছে যাবে।