বাঘের গর্জনে ভীত পর্যটকের দল, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

নিজস্ব সংবাদদাতা:  হুট খোলা গাড়ি করে জঙ্গল পরিভ্রমণ করছিলেন পর্যটকরা, অতর্কিত তারা বাঘের বাসস্থানের সামনে চলে যান। এমনকি ছবি তোলার চেষ্টা করেন গোপনে। এরপর চোখ থেকে বেরিয়ে আসে একটি বাঘ এবং হুংকার দেয়। বাঘের হুংকারে রীতিমতো ভীত হয়ে যান পর্যটকদের দলটি।

     

     

    সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে, দুই দিনের মধ্যেই ১৭ হাজার ভিউ হয়ে গেছে ভিডিওটির। বাঘের হুংকার দেওয়ার ভিডিওটি বিগত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ভিডিওটিতে দেখতে পাওয়া গেছে বাঘের হুংকারে রীতিমতো ভয় পেয়ে গেছে পর্যটকদের দলটি।