বাজারে শাক সবজির দাম আকাশ ছোঁয়া, কিনতে গিয়ে ছ্যাঁকা খেতে হচ্ছে!

নিজস্ব সংবাদদাতা : আনাজ পাতির দাম আকাশছোঁয়া, বাজারে গিয়ে শাক সবজি কিনতে গিয়ে দিশেহারা আমজনতা। যেভাবে আনাজ পাতির দাম বাড়ছে সত্যিই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

     

     

    লঙ্কার দাম আকাশছোঁয়া, টমেটো সেঞ্চুরি পার করেছে। মেট্রো শহরগুলিতে টমেটো ১০০ টাকার উপরে কেজি প্রতি বিক্রি হচ্ছে। সাধারণত এই সময় ঝিঙ্গে পটল এই সবজি গুলির দাম কম থাকে। এবার কিন্তু তেমন নয় এগুলোর দামও আকাশ ছোঁয়া। রান্না তেলের দাম ক্রমশই ওঠানামা করছে। আলু পেঁয়াজের দাম কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও এখন আলুর দাম ক’দিন ধরে দেখা যাচ্ছে ক্রমশ ঊর্ধ্বমুখী। ডালের দামও বেড়েছে। ব্যবসায়ীরা এই প্রসঙ্গে জানিয়েছেন এবার অতিরিক্ত গরমের কারণে খেতে প্রচুর পরিমাণে সবজি নষ্ট হয়েছে, এছাড়া বর্ষা দেরিতে আসার কারণে উৎপাদন প্রয়োজনে তুলনায় হয়নি।