|
---|
নিজস্ব প্রতিবেদক:-আবারও চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। ব্লেড দিয়ে এক রোগীর ব্যাগ কেটে টাকা নিয়ে চম্পট দিল কে বা কারা। ঘটনা ঘিরে বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে। জানা গেছে ওই রোগীর নাম আলেহা বিবি। বাড়ি পুখুরিয়া থানার অচিনতলা। জানা যায় বৃহস্পতিবার কানের ডাক্তার দেখাতে আউটডোরে এসেছিলেন ওই মহিলা। লাইনে দাঁড়িয়ে থাকার সময় কে বা কারা ওই মহিলার ব্যাগ ব্লেড দিয়ে কেটে টাকা নিয়ে চম্পট দেয়। বিষয়টি জানাজানি হতেই কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা রোগী। জানা যায় পরে বিষয়টি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে জানান তিনি। ওই মহিলা রোগী জানান ব্যাগে প্রায় ৯০০ টাকা ছিল। সমস্ত টাকা চুরি হয়ে যাওয়ায় বাড়ি যাবার ভাড়াও নেই তার কাছে। এদিকে বারবার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।