|
---|
নিজস্ব প্রতিবেদক, মালদা: মালদাতে আসন সমঝোতা নিয়ে মুখ খুললো এবার মালদা ফরওয়ার্ড ব্লক। সুংযুক্ত মোর্চা নামে এই জোটে সিপিএম ও তাদের অন্যান্য শরিক দলের মতো একটি দল ফব। এবার আসনের ব্যাপারে তাদের কথার গুরুত্ব না দিয়ে সিপিএম প্রার্থী করেছে। অথচ মালদার মতো জায়গায় হরিশ্চন্দ্রপুরেও ফব-এর কোনও প্রার্থী দেওয়া হচ্ছে না। এই অবস্থায় জেলায় ১২টি বিধানসভা কেন্দ্রে নিজেরা প্রার্থী দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। যদিও কিছুদিন বাদে তারা পুরো সিদ্ধান্ত তারা জানাবে বলে জানা গেছে।
তাদের বক্তব্য, বিজেপি দলটা যাতে ক্ষমতায় না আসে, পাশাপাশি স্বৈরাচারী শক্তি তৃণমূল ১০ বছর ধরে শাসন করেছে, গদি থেকে তৃণমূলকে সরাতে হবে। এই জন্য সংযুক্ত মোর্চা করা হয়েছে। অথচ মোর্চা যেভাবে হওয়া উচিৎ ছিল, তা কোথায় যেন খামতি থেকে গেছে বলে দাবি করেছে ফরওয়ার্ড ব্লক মালদা জেলা কমিটি।