|
---|
নতুন গতি নিউজ ডেস্ক,মালদা: দিশা লাইফ ও বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় রবিবার রক্তদান শিবির হয়ে গেল। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে প্রয়াত শিক্ষিকা গীতা প্রামানিক ও শিক্ষার্মী মিশ্রী মণ্ডলকে শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অমিতাভ মন্ডল, দিশা লাইফের সম্পাদক ও সভাপতি সুতপা কাঞ্জিলাল ও বাসবী সান্যাল মুন্সি, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদার সম্পাদক নিরঞ্জন প্রামানিক প্রমূখ। ১৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সকলকে ধন্যবাদ জানান ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা।