মহামারীর আবহে তৈরি হওয়া রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো মালদার বিভিন্ন সামাজিক সংগঠন

নতুন গতি নিউজডেস্ক,মালদা: একল অভিযান শ্রীহরিকথা সৎসঙ্গ মহিলা সমিতি মধ্যবঙ্গ মালদার উদ্যোগে, সেনজন অ্যাম্বুলেন্স মালদা শাখা, মালদা আই. এম. এ. ও ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, মালদা.আই. এম. এ. ভবনে বৃষ্টির মধ্যেও ১০ জন রক্তদান করেন।

    শিবিরে বক্তব্য রাখেন মালদা জেলা উপ মুখ্য স্বাস্থ্য অধিকারী ডা: অমিতাভ মন্ডল ,সেন্টজন অ্যাম্বুলেন্স মালদার সম্পাদক সৌমিত্র সরকার, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সম্পাদক ও জেলা রক্তদান শিবির আহ্বায়ক নিরঞ্জন প্রামানিক ও অনিল কুমার সাহা, মালদা মিডিয়াম ক্লাবের সদস্য আশিস বাঘ, জগদ্ধাত্রীতলা হ্যান্ডিক্রাফটস সোসাইটির কর্ণধর জয়শ্রী কর্মকার । অনুষ্ঠানে সকলকে একটি করে গাছ প্রদান করা হয়, করোনার আতঙ্ক ও বৃষ্টির মধ্যেও রক্তদান করার জন্য সকলকে ধন্যবাদ জানান একল অভিযান শ্রীহরিকথা সৎসঙ্গ মহিলা সমিতির সদস্য বর্ণালী দত্ত পাল।