মোহনবাগান দিবস পালন

নিজস্ব সংবাদদাতা : আজ মোহনবাগান দিবস,প্রতি বছরের ন্যায় চলতি বছরেও শিলিগুড়ি মেরিনার্স এর তরফে আজ উনত্রিশ জুলাই মোহনবাগান দিবস পালন করা হল। এদিন

    শনিবার শিলিগুড়িতে ঘটা করে মোহনবাগান দিবস পালন করা হয়। উল্লেখ্য মোহনবাগান এভিনিউকে সবুজ মেরুন বেলুন ও পতাকা দিয়ে সুন্দর ভাবে সাজানো হয়। পাশাপাশি আজ মোহনবাগান দিবস উদযাপনে শতাব্দী প্রাচীন মোহন বাগান ক্লাবের ইতিহাস ও ২৯ জুলাই নিয়ে বক্তব্য রাখেন শিলিগুড়ি মেরিনার্স ক্লাবের সদস্যরা।

     

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন প্রথমে মোহনবাগান ক্লাবের পতাকা উত্তোলন করা হয়, উত্তোলন করেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়রঞ্জন সরকার। বেলুন উড়িয়ে কেক কেটে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।