|
---|
নতুন গতি : এই পৌষ মাসের হাড় কাপানো শীতে মালদার বিশিষ্ট সমাজসেবী আব্দুল হান্নান এর পরিচালনায় এ. হান্নান চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে প্রত্যন্ত এলাকার অসহায় দুঃস্থ মানুষদের শীতবস্ত্র তুলে দিচ্ছেন। এদিন সুজাপুর বিধানসভার গয়েশবাড়ি অঞ্চলজূড়ে প্রায় ৯০০ পরিবারকে এই শীতবস্ত্র বিতরন দেওয়া হয়।
এই কাজের পাশাপাশি তিনি গরিব পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় আর্থিক সহযোগিতা করে থাকেন ও বিভিন্ন এলাকায় মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন তিনি।
এ. হান্নান চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার আব্দুল হান্নান বলেন , এই শীতের মরশুম শুরু হতেই আমরা প্রতিটি দুঃস্থ অসহায় এলাকাগুলোতে কম্বল বিলি বিতরণ আমরা করে চলেছি আগামীতে আরও বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচী জারি থাকবে।