সর্বপ্রথম কুলতলির পূজা মন্ডপ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
সুন্দরবনের প্রবেশ দ্বার কুলতলির পূজা মন্ডপ আর এই পূজা মন্ডপ মহা পঞ্চমী তিথিতে কুলতলি গনেশ চন্দ্র মণ্ডল ফ্যান ক্লাব ও কুলতলি সুন্দরবন চ্যারিটেবল ট্রাস্ট এর প্রথম বর্ষের সার্বজনীন শ্রী শ্রী দূর্গাপূজার ভার্চুয়াল মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন ২৩৭ টি পূজা মন্ডপ। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ভার্চুয়াল সভার মাধ্যমে উৎবোধন করেছেন তাতেই বেজায় খুশি কুলতলি বাসী।

    কুলতলী বিভিন্ন প্রান্তে জয়েন্ট স্কিন এর মাধ্যমে তা দেখানোর বন্দোবস্ত করেছেন কুলতলী বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল। এই পূজা উপলক্ষে আয়োজিত রক্ত দান শিবিরে দুই হাজারের কাছাকাছি মানুষ রক্ত দান করেছেন। এই শিবিরে রক্ত দান করেন কুলতলির আই সি অর্ধেন্দু শেখর দে সরকার ও কুলতলি বিধানসভার বিধায়ক শ্রী গনেশ চন্দ্র মণ্ডল। রক্ত দেওয়ায় বেজায় খুশি এলাকা বাসী। এই রক্ত দান শিবির উৎসবের আকার ধারণ করে । মুখ্যমন্ত্রীর পূজামণ্ডপের উদ্বোধনের পর থেকেই এলাকার বিধায়ক এর প্রতিনিধি দল কুলতলীর প্রতিটি প্রান্তের পূজা মন্ডপের উদ্বোধনে দেখা মিলল।