|
---|
সামসুর রহমান, আমতলা: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ, শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় তাঁরই লোকসভা এলাকায় তথা পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় দীলিপ মন্ডল মহাশয়ের বিধানসভার বিষ্ণুপুর থানার সম্প্রীতি হলে মাননীয় সাংসদের উপস্থিতিতে ডায়মন্ড হারবার জেলা পুলিশ গাইড ম্যাপ ও আস্থা অ্যাপসের শুভ উদ্বোধন হয়।
বিশেষজ্ঞদের মতে উৎসবের মরসুমে এটি অধিকমাত্রায় বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেখানে আমাদের প্রিয় পুলিশ বাহিনীকে অক্লান্ত পরিশ্রম করতে হত, যাতে আমরা ঝামেলা মুক্ত দুর্গা পূজা উপভোগ করতে পারি।
এদিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গা পুজোর রোড ম্যাপের শুভ উদ্বোধনে সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সাথে বহু প্রশাসনিক কর্মকর্তা সহ একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে নাগরিকদের জন্য এই এসওএস মোবাইল অ্যাপ। প্রশাসনিক সূত্রে জানানো হয় যে, এই অ্যাপসের মাধ্যমে যেকোনো মূহুর্তে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অধীনে সমস্ত এলাকা জুড়ে যে কোনও সংকট বা বিপদের সময় তাদের সাহায্য করবে।