মেমারি ১ ব্লকে বাগিলা গ্রামে ৪০১ বছরের পুজোর উদ্বোধন

সেখ সামসুদ্দিন : ১০ অক্টোবর, মেমারি ১ ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের সন্নিকট বাগিলা গ্রামের ৪০১ বছরের পুজোর উদ্বোধন করেন ২০১৯ মিস এশিয়া অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলা চলচ্চিত্র রিক্সাওয়ালার নায়িকা সঙ্গীতা সিনহা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এ দিনের পুজোর উদ্বোধন করা হয়। এলাকার বিশেষ সমাজসেবী স্বর্গীয় বাপন মালিক স্মৃতি মঞ্চ থেকে এলাকার দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে বস্ত্রদান কর্মসূচী পালিত হয় এবং এলাকায় যে সমস্ত আদিবাসী সম্প্রদায় বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে থাকেন তাদেরও বস্ত্র বিতরণ করেন চলচ্চিত্র শিল্পী সঙ্গীতা সিনহা। প্রতিমাতে শুধু মা নেই প্রতিটি মায়ের মধ্যে প্রতিমা আছে এবং নারীরা কোনভাবে পিছিয়ে নেই, এমন উৎসাহ মূলক বার্তা রেখে এলাকাবাসীর কাছে বিশেষ বার্তা রাখেন মিস এশিয়া ২০১৯ সঙ্গীতা সিনহা। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, পঞ্চায়েত প্রধান অরিন্দম ঘোষাল,সদস্য প্রলয় পাল, সবিতাব্রত চ্যাটার্জী, ব্লক যুব সহ সভাপতি সৌমিত্র চ্যাটার্জী, সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ, পুজো কমিটির সদস্যবৃন্দ সহ গ্রামবাসীগণ। এদিন স্বর্গীয় বাপন মালিক স্মরণে অঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন নায়িকা।