ময়নাগুড়ি থানার উদ্যোগে সচেতনতা মূলক বিভিন্ন অনুষ্ঠান

ময়নাগুড়ি, ১ ডিসেম্বর: জেলা পুলিশের নির্দেশে ময়নাগুড়ি থানার এবং ময়নাগুড়ি ট্রাফিক হায়রে ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষ্যে বুধবার ময়নাগুড়িতে অনুষ্ঠিত হলো বিভিন্ন সচেতনতা মূলক অনুষ্ঠান। এদিন পথবন্ধুদের পক্ষ থেকে একটি সাইকেল রেলি করা হয়। এর সাথে সাথে ময়নাগুড়ি মারওয়ারী জনকল্যাণ সমিতির ভবনে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এরপর সেই ভবনেই চলে রক্তদান শিবির।

    এদিন মোট পঞ্চাশ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় বলে পুলিশ জানিয়েছেন। এছাড়াও ময়নাগুড়ি ট্রাফিক মোড়ে হেলমেট বিহীন গাড়ি চালক এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের চারা গাছ বিলি করা হয়, গোলাপ ফুল, মিষ্টি প্রদান করা হয়। পথ চলতি মানুষদের মাস্ক তুলে দেওয়া হয় ময়নাগুড়ি থানার পক্ষ থেকে। এর সাথে সাথে পথ চলতি মানুষদের সচেতনতা মূলক লিফলেট বিলি করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস, ট্রাফিক ওসি বাল্মীকি লোহার, হাইওয়ে ট্রাফিক হোমেশ্বর পাল, রামমোহন রায় সহ প্রমুখরা।