|
---|
লু তুব আলি : বর্ধমানের উপকণ্ঠে জাফরাবাদে অনুষ্ঠিত হল ইফতার সামগ্রী প্রদান ও বস্ত্র বিতরণ। বর্ধমান ২নং ব্লকের স্বেচ্ছাসেবী সংস্থা ডক্টর আব্দুল কালাম ট্রাস্ট ফর এডুকেশন এন্ড চ্যারিটির উদ্যোগে ২৩ এপ্রিল বড়শুলের জাফরাবাদে এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। প্রাক ঈদের এই অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে নিশীথ কুমার মালিক বলেন, রাজ্য সরকার দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে কর্মসূচি পরিচালনা করছে। সমান্তরালভাবে ড. আব্দুল কালাম ট্রাস্ট ফর এডুকেশন এন্ড চ্যারিটি তাদের সমাজসেবামূলক কর্মসূচি পরিচালিত করে এই আন্দোলনকে আরও মসৃণ করে তুলেছে। বর্ধমান সদর ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার ও বর্ধমান ২নং পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুন গোলদার ও ভূয়সী প্রশংসা করেন। সংগঠনের সভাপতি আলমগীর হোসেন মন্ডল জানান, এদিন গ্রামের ৫০ জন দুস্থ মানুষদের ইফতার সামগ্রী ও ঈদের নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়। তিনি আরও জানান, করোনাকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সচেতনতা প্রসার ঘটানো ও শিক্ষার সামগ্রী সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হয়। দারিদ্র দূরীকরণ ও জীবনমুখী শিক্ষার প্রসার ঘটানো ট্রাস্টির প্রধান লক্ষ্য। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক শেখ আনিসুর জামান কোষাধক্ষ্য শেখ রাজু, ক্রীড়া সম্পাদক শেখ মাফুজ, যুগ্ম সহ সম্পাদক শেখ মোহাম্মদ হাবিব, মইদুল আলম মল্লিক, বড়শুল ২নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমেশ চন্দ্র সরকার, বিশিষ্ট সমাজসেবী শেখ রতন, পরেশ কাহার, মোহাম্মদ সিরাজ উদ্দিন, জয়ন্ত বিশ্বাস প্রমুখ।