খুকুড়দহ চক্রে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির খুকুড়দহ চক্রের ১০ম বার্ষিক সম্মেলন শ্যামচক বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শনিবারে।খুকুড়দহ চক্রের উদ্যোগে বার্ষিক সম্মেলনে চক্রের শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাইত ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি অনিমেষ দে।

    মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা ও ছাত্রছাত্রীদের মধ্যে বাংলার কৃষ্টিকে জাগ্রত করার লক্ষ্যে শিক্ষক মহাশয়দের এগিয়ে আসার আহ্বান করেন শিক্ষক নেতা অনিমেষ দে।এছাড়াও বাংলা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরকে অগ্রণী ভূমিকা নিতে গেলে সমস্ত শিক্ষককে একত্রিত হওয়ার কথা বলেন তিনি। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পাশে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আছে একথা অনিমেষ বাবু স্মরণ করিয়ে দেন।এছাড়াও এদিন শিক্ষক নেতা অনিমেষ দে বলেন,শিক্ষা, শিক্ষার্থী শিক্ষক ও শিক্ষাঙ্গনের স্বার্থে এবং শিক্ষার পরিপন্থী জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি লড়াই করছে ।


    ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাইত, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি অনিমেষ দে, দাসপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই , দাসপুর ২ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌমিত্র সিংহরায়, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির, পশ্চিম মেদিনীপুর জেলার চেয়ারম্যান সান্তনু দে , রাজ্য কমিটির সদস্য সৌমেন ঘোষ, জেলা কমিটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ অনিরুদ্ধ আলম, খুকুড়দহ চক্রের সভাপতি গণেশ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য অর্ণব দাস, কৌস্তভ চক্রবর্তী , গোলাম মোর্তাজা, সাহেব দে, রাজু বিশুই, সৌমিত্র ভুঁইয়া সহ বিশিষ্টরা এদিন উপস্থিত ছিলেন.