|
---|
সালমা সুলতানা: আলিয়া বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের উদ্যোগে আজ অর্থাৎ সোমবার একটি সেমিনারের আয়োজন করা হয় পার্ক সার্কাস ক্যাম্পাসের অডিটোরিয়াম হলে। আলোচ্য বিষয় ছিলো ভারতীয় জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতার উপর । প্রধান বক্তা হিসেব উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হিতেন্দ্র প্যাটেল।এদিন তিনি প্রায় দেড় ঘণ্টার বক্তৃতা দেন জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতার উপর।
প্রফেসর প্যাটেল বলেন “সাম্প্রদায়িকতা সেইদিন মুক্ত হবে যেদিন আমরা জাতীয়তাবাদকে ভালোবাসতে শিখবো।”
উক্ত সেমিনারে বিভাগীয় প্রধান সহ শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ,ছাত্রী সকলেই উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে তিনি সকলকে আলোচ্য বিষয়ে প্রশ্ন করারও সুযোগ দেন।