পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের

     

     

     

     

    সাকিব হাসান, জয়নগর : কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ,পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার জয়নগর দুর্গাপুর পেট্রোল পাম্পের সামনে অবস্থান-বিক্ষোভে বসে জয়নগর বিধানসভা যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

     

    জয়নগর ১ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তুহিন বিশ্বাস জানান সারা ভারত জুড়ে তথা পশ্চিমবাংলায় যে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি তার বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ সভা তৎসহ প্রতিদিন যে রান্নার গ্যাস পেট্রোল ডিজেল যে হারে দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের যে মূল্য বৃদ্ধি হচ্ছে মানুষের জীবন নষ্ট গত।

     

    ঠিক এই পরিপেক্ষিতে সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতন আমরা পশ্চিমবাংলায়য় সমস্ত পেট্রলপাম্পের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছি এটা একটা প্রতীকী অবস্থান বিক্ষোভ।

     

    যতদিন না কেন্দ্রীয় সরকার তার এই ভ্রান্তনীতি পরিত্যাগ করে এবং সাধারন মানুষের জন্য পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস কমায় ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে।

     

    উক্ত কর্মসূচী উপস্থিত ছিলেন-উপস্থিত, বিধায়ক বিশ্বনাথ দাস, ব্লক সভাপতি গোপাল নস্কর, যুব সভাপতি তুহিন বিশ্বাস ও কর্নকান্তি হালদার, জেলা জয়-হিন্দ বাহিনীর সহ সভাপতি রাজু লস্কর, টাউন সভাপতি প্রবীর চক্রবর্তী, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অরুণ নস্কর সহ অন্যান্য নেতৃত্ব।