|
---|
নতুন গতি প্রতিবেদক: দ: ২৪ পরগনার,নরেন্দ্রপুর থানার অন্তর্গত লস্করপুর জি আর ঘোষ গার্ডেন এর কিছু যুবকের উদ্যোগে তৈরি হলো “প্রয়াস”।
তাঁরা মূলত দুপুরের খাবার রান্না করে পৌঁছে যাচ্ছেন লকডাউন এর জেরে কর্মহীন ও প্রয়োজনীয় দুস্থ মানুষের বাড়ি বাড়ি একই সঙ্গে তাঁরা রাতের অন্ধকারে পৌঁছে যাচ্ছেন পথ কুকুরদের কাছে কারণ এখন মানুষই পেট ভরে খেতে পাচ্ছেন না দুবেলা অবলা প্রাণী দের কি হবে?
২১শ মে থেকে তাঁদের এই কর্মসূচি শুরু হয়েছে পুরো লোকডাউন পর্যন্ত চলবে।
উদ্যোক্তাদের মধ্যে থেকে অরিজিৎ ঘোষ জানান, আমাদের একটা বাইক রাইডার গ্রুপ আছে। সবাই ঠিক করি রান্না করা খাবার নিয়ে বাইক এ বেরিয়ে পারবো ফুটপাতে থাকা মানুষদের হাতে সেই খাবার পৌঁছে দেবো। কিন্তু তাতে করে রান্না করে খাবার নিয়ে পৌঁছানোটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে তাই আমরা কমিউনিটি কিচেন শুরু করি। এতে করে আমরা একটা টিম গঠন করি। খাবার তৈরি হয়ে যাওয়ার পর যে যে এলাকার দায়িত্বে আছেন তাঁরা তাদের মতো খাবার নিয়ে সেই এলাকায় বেরিয়ে যাচ্ছেন এবং কিছু লোক আমাদের এখানে এসেও খাবার নিয়ে যাচ্ছেন।
দেবকুমার দত্ত জানান, আমরা কিছু বন্ধু মিলে অরাজনৈতিকভাবে এই কাজটি শুরু করি এবং “প্রয়াস” নাম দেই। একই ভাবে সঙ্গ দিচ্ছেন শান্তনু বিশ্বাস, রাজশ্রী দাশগুপ্ত, অসীম ধর, স্বরূপ কুন্ডু, সত্যজিৎ কর, সুকান্ত কুন্ডু, দেবযানী ব্যানার্জী, কৌস্তুভ পোদ্দার
অলোক দাস ও আরও অন্যান্যরা। এছাড়াও আগামীতে এনারা এইভাবে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে আগ্রহী।