হটুগঞ্জ আইমা ইউনিটের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার-: দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন,কাকদ্বীপ এলাকায় দুদফায় ত্রাণ বিলির পর এবার কুলপী,মন্দির বাজার এলাকায় বন্যাদুর্গতের পাশে দাঁড়াতে এগিয়ে এলো অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন (আইমা)অল ইন্ডিয়া মাইনরিটি এসোসিয়েশন Iএই নিশাপুর এলাকার প্রায় ১০০ টি পরিবারের হাতে এদিন ত্রাণ হিসেবে,মুড়ি, চিড়ে, বাতাসা, বিস্কুট, চানাচুর, আমুল দুধ, মুসুরের ডাল ইত্যাদি তুলে দেওয়া হলো। ত্রান বিতরনে বিশেষ সহযোগিতা করেন আইমা সর্বভারতীয় সম্পাদক সৈয়দ রুহুল আমিন। এদিনের ত্রান বিতরনের কাজে নেতৃত্ব দেন দক্ষিন ২৪পরগনা জেলার আইমা ইউনিটের এক নিষ্ঠকর্মী কাজী আব্দুল কাদের ফাতেহি,এছাড়াও উপস্থিত ছিলেন হাফিজুল খান,আব্দুল মালেক সহ সকল সদস্যবৃন্দ। পাশাপাশি এদিন আব্দুল কাদের ফাতেহী সৌজন্য সাক্ষাৎ বলেন, উল্লেখ্য এবারের ইয়াস ঝড় পরবর্তী পর্বে কাকদ্বীপ এবং সুন্দরবনের বেশ কয়েকটি এলাকায় (আইমা) অরাজনৈতিক সংগঠন এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও করোনা আবহে দক্ষিণ ২৪ পরগনা জেলার সমস্যায় থাকা মানুষদের সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।