কে শেরে বাংলা? প্রশ্ন WBCS এ। চেনেই না অধিকাংশ ছাত্রছাত্রী

নতুন গতি নিউজ ডেস্ক: “শের এ বাংলা কাকে বলে?” এই প্রশ্নটি ২০২১ এর WBCS এর প্রিলিমিনারি পরীক্ষায় স্বাধীনোত্তর ভারতে প্রথম সংযোজিত হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে সবচাইতে উচ্চ পদস্থ সরকারি কর্মচারী পদের চাকরির পরীক্ষার্থীরা স্বভাবতই শেরে বাংলা কে চেনেন না। কারণ ইতিহাস বইতে স্হান হয় নি শেরে বাংলার। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সনামধন্য ছাত্র এবং ওনার ভাষায় আপাদমস্তক বাঙালিয়ানাই পরিপূর্ণ একজন খাঁটি অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদী চেতনার কাণ্ডারী ও অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন শেরে বাংলা এ. কে ফজলুল হক।

    এই বিষয়ে ভূমিপুত্র উন্নয়ন মোর্চা অফ ইন্ডিয়া (ভূমি) নামে একটি বাঙালি জাতীয়তাবাদী সংগঠনের বক্তব্য, “আমরা বিগত দুই বছর ধরে শেরে বাংলার ইতিহাস বর্তমান প্রজন্মের সামনে আনার চেষ্টা করছি। স্বাধীন ভারতে সর্বপ্রথম আমররাই ওনার জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন করেছি।”

    ভূমির তরফ থেকে আরো জানানো হয় যে ওনারা কলকাতা স্থিত শেরে বাংলার বাসভবন টিকে রাজ্য সরকারের কাছে একটি সংগ্রহশালা হিসেবে সংরক্ষণ করার দাবি জানিয়ে আসছে।