|
---|
মহ: মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : আজ সোমবার হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় ইউনিটের ব্যবস্থাপনায় ও ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এবং উত্তর চব্বিশ পরগনা জেলা হাসপাতাল বারাসাতের সহযোগিতায় থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে একটি সচেতনতা ও পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন, কেন এখানে এই শিবিরের আয়োজন করা হলো সে সম্পর্কে সংক্ষেপে বক্তব্য রাখেন। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রাজ্য সম্পাদক অপূর্ব কুমার ঘোষ, থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সদ্য অবসরপ্রাপ্ত যুগ্ম অধিকর্তা, ‛ব্লাড সেফটি’ ডাক্তার গোপাল বিশ্বাস, কেন এই রোগ হয় এবং এর প্রতিকার কি, সে সম্পর্কে সকলকে অবহিত করে টেস্ট করার উপর গুরুত্ব দেন। উপস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলা হাসপাতাল বারাসাতের থ্যালাসেমিয়া বিভাগের সমন্বায়ক পার্থ পাল ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের সচেতন হওয়ার পরামর্শ দেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এন.এস.এসের প্রোগ্রাম অফিসার তথা দর্শনবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মহঃ গোলাম মোর্তুজা। অনুষ্ঠানে মোট ৪৬ জন ছাত্র-ছাত্রীর সম্পূর্ণ বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা করানো হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বলরাম বিশ্বাস, মায়া মজুমদার, রাজীব ঘোষ, সমরেশ সরদার, বনানী চৌধুরী, প্রশান্ত চক্রবর্তী, রাকেশ হালদার, সঞ্জয় পাল, ইজাজ আহমেদ, সুস্মিতা রায়, করিশ্মা মণ্ডল, প্রাক্তন ছাত্র আল আমিন গাজী প্রমুখ। সতেতনতা বৃদ্ধির জন্য ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচির উদ্যোগ নেওয়া হবে বলে জানান কলেজের অধ্যক্ষ ড: শেখ কামাল উদ্দীন।