|
---|
সেখ সামসুদ্দিন : মেমারি ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় গন্তার ফুটবল মাঠে দুই দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা করা হয়। ২০টি দলের অংশগ্রহণে এই টূর্ণামেন্ট চলবে। মেমারি ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জানান ব্লকের ১৬ টি ও পুরসভার ৪টি টিম মিলিয়ে মোট ২০টি টিম নিয়ে ৪ ওভারের খেলায় প্রতিযোগিতা হবে। আজ প্রথম উদ্বোধনী ম্যাচে অংশ নেয় বাগিলা অঞ্চল ও দুর্গাপুর অঞ্চল। তিনি আরও জানান চ্যাম্পিয়ন টিমকে ৪ ফুটের ট্রফি সহ ৩৫০০ টাকা এবং রানার্স টিমকে সাড়ে ৩ ফুট ট্রফি ও ২৫০০ টাকা দেওয়া হবে। এছাড়াও সমস্ত টিমের বেষ্ট প্লেয়ার সহ টিমকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। এদিন প্রতিযোগিতার সূচনা করেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক ও সহযোগিতা করেন জেলার সাধারণ সম্পাদক তথা মেমারি শহর সভাপতি স্বপন ঘোষাল। তারপর প্লেয়ারদের সঙ্গে পরিচিতি পর্ব সেরে জাতীয় সঙ্গীত পরিবেশন করে বিধায়ক ও শহর সভাপতি ব্যাট ও বল করে প্রতিযোগিতার সূচনা করেন। উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মুকেশ শর্মা, পরে আসেন জেলা ছাত্র সভাপতি সাদ্দাম হোসেন, গন্তার বিবেকানন্দ ক্লাবের সভাপতি কুমুদরঞ্জন সাহা, প্রধান করবী ঘোষ সহ সদস্য ও নেতৃত্ব।