ডা:হা: বিধানসভার পর্যবেক্ষন যুব নেতা শামীম আহমেদ মোল্লার ব্যবস্থাপনায় রাখিবন্ধন উৎসব পালন করা হলো

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- প্রতি বছরের মতো এবারও পশ্চিম বঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখিবন্ধন উৎসব ২০২৩ উপলক্ষে রাজ্যবাপি সংস্কৃতি দিবস উৎযাপন হচ্ছে। পাশাপাশি আজ ৩০ শে আগস্ট বুধবার পবিত্র রাখি বন্ধন দিন হিসাবে পালন করা হয়। ডা:হা: ২নম্বর ব্লকে সরিষা আশ্রম মোড়ে ডা:হা: বিধানসভার পর্যবেক্ষন যুব নেতা শামীম আহমেদ মোল্লার ব্যবস্থাপনায় রাখিবন্ধন উৎসবটি পালন করা হলো। সংবাদসুত্রে প্রকাশ প্রত্যেক বছরের ন্যায় এ বছরেও সরিষা অঞ্চলের উদ্যোগে ও ডা:হা: বিধানসভার পর্যবেক্ষন যুব নেতা শামীম আহমেদ মোল্লার ব্যবস্থাপনায় ১১৭ নম্বর জাতীয় সড়ক এ সরিষা আশ্রম মোড়ে পথচলতি সকল সম্প্রদায়ের মানুষদের মধ্যে মেলবন্ধনে আবদ্ধ করতে রাখী পরিয়ে মিষ্টি মুখকোরিয়ে এই রাখি বন্ধন উৎসবটিকে পালন করা হয়। এবং এই রাখি বন্ধন অনুষ্ঠানটিকে ঘিরে সরিষা আশ্রম মোড়ে টোটো চালক, অটোচালক ও ব্যবসায়ী গনরা খুবই খুশি ও আনন্দিত। উপস্তিত ছিলেন ডা: হা: ২নম্বর ব্লকের সভাপতি অরুমোয় গায়েন, ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষন সামীম আহমেদ মোল্লা,২নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,সহ সভাপতি বিমলেন্দু বৈদ্য সহ আরো অনেকে।সূত্রে প্রকাশ এরকম রাখিবন্ধন উৎসব যাতে প্রতিবছর হয় এবং সকল সম্প্রদায়ের মধ্যে ভালোবাসা ও মানবিকতা দেখানোর জন্য সাধারণ মানুষ ও এলাকাবাসী উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন। ডা:হা: বিধানসভার পর্যবেক্ষন যুব নেতা সামীম আহমেদ মোল্লা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশ এলাকার সকল ধর্মের মানুষের মেলবন্ধনে আবদ্ধ করতে এই কর্মসূচি।