|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : ৩০ আগস্ট দেশব্যাপী মানুষ রাখি বন্ধন উৎসবে মেতেছেন। পূর্ব বর্ধমান তথা রাজ্যের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা গাছ গ্রুপ সবুজায়ন করে ইতিমধ্যে সকলের নজর কেড়েছে। রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবী সংস্থাটির সদস্য , সদস্যা ও পরিচালক মন্ডলীরা রাখি, উপহার সামগ্রী ও চারা গাছ নিয়ে হাজির হয়েছিলেন বর্ধমানের প্রেস কর্নারে। নেতৃত্ব দেন গাছ গ্রুপের অন্যতম পুরোধা জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার অরুপ চৌধুরী। বর্ধমান প্রেস কর্নারের সাংবাদিকূল এই স্বেচ্ছাসেবী সংস্থাটির মহান উদ্যোগকে সাধুবাদ জানান। অরূপ চৌধুরী বলেন, মানুষের সঙ্গে মানুষের ফারাক ক্রমশ তৈরি হচ্ছে। এই শূন্যতাকে অবিলম্বে পূরণ করতে হবে ভালো ভালো কাজের মধ্য দিয়ে। ঐতিহ্যপূর্ণ রাখি উৎসব মানুষের সঙ্গে মানুষের মিলনের বার্তা দেয়। তিনি আর ও বলেন গাছগ্রুপ সবুজায়নের পাশাপাশি সামাজিক কাজকর্মের সঙ্গেও ওতপ্রোতভাবে নিবিড় হয়ে যাচ্ছে। উল্লেখ্য,গাছ গ্রুপ পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে ভিন রাজ্যে ও তাদের শিকড় গাড়তে চলেছে। গাছ গ্রুপের এই মহান আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ধমানের সাংবাদিকরা উচ্চ প্রশংসা করেছেন।