|
---|
উত্তরবঙ্গ: তীব্র ঠান্ডায় কাপছে গোটা পাহাড়।গতকাল থেকেই দার্জিলিং সহ গোটা পাহাড় জুড়ে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হয়ে যায়।তাপমাত্রা নেমে যায় এক ডিগ্রি থেকে মাইনাসে।গোটা পাহাড় জুড়ে ঠান্ডা হাওয়া এবং হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যায়।কালিম্পং এবং কার্শিয়াং এ তাপমাত্রা অনেকটাই নেমে যায়।যদিও সব টুরিষ্টেরা নেমে যাওয়ায় হোটেলগুলি প্রায় বন্ধই ছিলো।পর্যটকেরা লকডাউনের হাতছানি থাকায় যে যার জায়গায় রওয়ানা হয়ে যান।
একই অবস্থা সিকিমেও সিকিমের সব হোটেলগুলি বেশ কয়েকদিন ধরে ফাকাই ছিলো।সব পর্যটক চলে যাওয়ায় আরো ফাকা হয়ে যায় গোটা সিকিম।বেশ কয়েকদিন ধরেই দার্জিলিং পার্বত্য অঞ্চলের তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রার চাইতে অনেকটাই নীচে ঘোরাফেরা করেছে।
দার্জিলিং এর আবহাওয়ার কিছু প্রভাব পড়ে শিলিগুড়িতেও।শিলিগুড়িতেও তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রার চাইতে অনেক নীচে ঘোরাফেরা করেছে।শিলিগুড়িতে তাপমাত্রা অনেকটাই নীচে ঘোরাফেরা করেছে গত কয়েকদিন ধরেই।সঙ্গে ঠান্ডা হাওয়া আরো আবহওয়াকে ঠান্ডা করে দিয়েছে।শিলিগুড়ির হোটেলগুলিতে অনেকদিন ধরেই ভীড় কম থাকায় এদিন অধিকাংশ হোটেল বন্ধ রেখে দেন হোটেল মালিকেরা।ঠান্ডার কারনে এদিন শিলিগুড়ি প্রায় জনমানবশূন্য হয়ে পড়ে।বাজার হয়ে পড়ে একদমই ফাকা।