|
---|
নিজস্ব সংবাদদাতা:দার্জিলিংয়ের ধোত্রে জঙ্গলের রাস্তা থেকে উদ্ধার হল কালো চিতাবাঘের দেহ।রবিবার রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রথমে স্থানীয়রা বাসিন্দাদের নজরে আসে দেহটি। তারপরই বন দপ্তরে খবর দেওয়া হয়। পরবর্তীতে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয় বাসিন্দাদের অনুমান, বন্দুকের গুলিতে মৃত্যু হয়েছে চিতাবাঘটির। তবে পরবর্তীতে বনকর্মীরা এসে বিষয়টি খতিয়ে দেখেন। বনকর্মীদের প্রাথমিক অনুমান, গুলিতে চিতাবাঘের মৃত্যু হয়নি। দুটি জন্তুর লড়াইতে মৃত্যু হয়েছে। চিতাবাঘের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানা গিয়েছে। তবে বনকর্মীরা মনে করছেন ওই চিতাবাঘের চাইতেও শক্তিশালী জন্তুুর সাথে ওই চিতাবাঘটির লড়াই হয়েছিল।সেই লড়াইতেই আহত হয় এবং পরে মৃত্যু হয় চিতাবাঘটির।ওই বাঘটির মৃত্যুর কারনে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকার গ্রামবাসীদের মনেও।তারা এর জন্য বন দপ্তরকেই দায়ী করছেন।