হেল্প ফর ইউ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি রক্তদান উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়

নতুন গতি, মালদা: প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান উৎসব। হেল্প ফর ইউ ফাউন্ডেশন এর উদ্যোগে এই রক্তদান অনুষ্ঠিত হয়, কালিয়াচক ২ নম্বর ব্লকের উত্তর লক্ষীপুর হেসামুদ্দিন আহমেদ মেমোরিয়াল কেজি স্কুলে। এই রক্তদান উৎসবে ৭ জন মহিলা সহ ১৭৩ জন রক্ত দান করেন। এদিন রক্ত দাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন ডক্টর তাপস চক্রবর্তী, অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য, এবং মালদা জেলার সভাপতি। উপস্থিত ছিলেন, মোথাবাড়ি থানার ওসি হারাধনদেব, গঙ্গা ভাঙ্গন নাগরিক অ্যাকশন কমিটির এবং জন আন্দোলনের সদস্যবৃন্দ। ফাউন্ডেশনের পক্ষ থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত দুস্থ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। ফাউন্ডেশনের সম্পাদক সামিউল আহমেদ বলেন, আমাদের ফাউন্ডেশনের লক্ষ্য ঘরে ঘরে রক্তদাতা তৈরি করা, এবং থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে তোলা। তাই আমাদের ফাউন্ডেশনের সদস্যরা রাত দিন রক্তদানে যুব সমাজকে আগ্রহী করে তোলা, এবং থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে তোলার জন্য কাজ করে চলেছেন।